বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ১৬ মার্চ, ক্লাস শুরু ১৯ মার্চ
আতিকুর রহমান, (বাকৃবি) ময়মনসিংহ
প্রতিদিনের চিত্র
প্রকাশিত : ০৬:০৭ পিএম, ১১ মার্চ ২০২৩ শনিবার

ছবি- সংগৃহীত।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবীনবরণ (ওরিয়েন্টেশন) ও ক্লাস শুরুর সময় ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.bau.edu.bd) নবীনবরণ ও ক্লাস শুরুর নতুন তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আগামী ১৬ মার্চ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়াতনে কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে এবং ১৯ মার্চ থেকে সকল অনুষদের ক্লাস শুরু হবে। একই সাথে ২২ মার্চের মধ্যে সকল অনুষদীয় ও আবাসিক হলসমুহে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হওয়ার বিষয়টিও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে অনুষদীয় ও হলভিত্তিক ওরিয়েন্টেশনের তারিখ ও স্থান স্ব-স্ব অনুষদ ও আবাসিক হল প্রশাসন প্রকাশ করবে বলেও জানা গেছে।
প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ওরিয়েন্টেশন ও ২৬ ফেব্রæয়ারি থেকে ২০২৩ ক্লাস শুরুর কথা ছিল। কিন্তু গত ২০ ফেব্রæয়ারি হঠাৎ করেই অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়।