ঢাকা, মঙ্গলবার   ৩০ মে ২০২৩,   জ্যৈষ্ঠ ১৬ ১৪৩০

বিরামপুরে কাটলা ইসলামী শিক্ষা গবেষণা কেন্দ্রের ভবনের নির্মাণ কাজ শুরু

নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর)

প্রতিদিনের চিত্র

প্রকাশিত : ০২:০৩ পিএম, ১৮ মার্চ ২০২৩ শনিবার

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

বিরামপুর উপজেলার কাটলা ইসলামী শিক্ষা গবেষণা কেন্দ্র, এতিমখানা ও লিল্লাহ বোডিং এর নতুন তিনতলা ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

 

গতকাল (১৮ মার্চ) শনিবার সকাল সাড়ে ১০ টায় এলাকার প্রবীণ ও ইসলামী ব্যক্তিত্বদের নিয়ে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।  উদ্বোধন শেষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

 

ইসলামী শিক্ষা গবেষণা কেন্দ্রের সহ-সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইসলামী শিক্ষা গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যাপক এনামুল হক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সায়েদ আলী সরকার, বিজুল কামিল মাদ্রাসার মুহাদ্দিস ইসহাক মিয়া, নিউ বিরামপুর নার্সিং ইনস্টিটিউটের পরিচালক হারুনর রশীদ, মাওলানা মোসলেম উদ্দিন প্রমূখ।