জয়পুরহাটে বিএনপির অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদান

নয়ন তারা

০৮ জুন ২০২৩, ০৪:৫৫ পিএম


জয়পুরহাটে বিএনপির অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদান

 

সারাদেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দূর্নীতির প্রতিবাদে জয়পুরহাটে খন্জনপুর  বিদ্যুৎ অফিসের সামনে জেলা বিএনপির পৃথকভাবে অবস্থান কর্মসূচী,প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করেছে।

 

বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১১ টায় নেসকো বিদ্যুৎ কেন্দ্রের সামনে তাদের অবস্থান কর্মচারী,প্রতিবাদ সভা পালন করে। অবস্থান কর্মসূচী শেষে নেসকোর সহকারী প্রকৌশলী  আদনান সাকিবের নিকট স্মারকলিপি প্রদান করেন।

 

এসময় বক্তব্য দেন  বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইন্জিনিয়ার গোলাম মোস্তফা,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির ১ নং সদস্য মমতাজ উদ্দিন মন্ডল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এ্যাড. রুহুল আমীন ফারুক,জেলা তাঁতি দলের যুগ্ম  আহবায়ক দেলোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম,জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন,পৌর ছাত্র দলের আহবায়ক গোলাম মাহফুজ শুভ,জেলা যুবদলের সদস্য বেলায়েত হোসেন বেনু  সহ বিএনপি ও অঙ্গ সহযোগী  সংগঠনের নেতৃবৃন্দরা।