এইচএসসির কেন্দ্রে অনিয়মের কারনে আক্কেলপুরে অধ্যক্ষকে শোকজ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৬ এএম


এইচএসসির কেন্দ্রে অনিয়মের কারনে আক্কেলপুরে অধ্যক্ষকে শোকজ


য়পুরহাটের আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজে চলতি এইচএসসি পরীক্ষায় কলেজ কর্তৃপক্ষ আসন ব্যাবস্থার অনিয়মের কারণে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোলাইমান আলীকে শোকজ করা হয়েছে।

 

জানা যায়, গত রবিবার আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজে পরীক্ষায় ৩টি কলেজের পরীক্ষার্থীরা যথাক্রমে তিলকপুর ইউনাইটেড কলেজ, তিলকপুর মহিলা কলেজ ও আক্কেলপুর মহিলা কলেজ অংশ গ্রহন করে। একই কলেজের  শিক্ষার্থীকে একই  কক্ষে পরীক্ষা  নেওয়ার অপরাধ  ও  সরকারি নির্দেশ অমান্য করে নিজ কলেজের পরীর্ক্ষীদের পরস্পরের সন্নিকটে আসন ব্যাবস্থা করাই ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ করে উপজেলা প্রশাসন।

 

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ফিরোজ হোসেন জানান, কক্ষ নং২০৩ এ তিলকপুর ইউনাইটেড ডিগ্রী  কলেজের ৩৯ জন পরীক্ষার্থী  একই রুমে পরীক্ষায় অংশ নেয় এবং ২০১ নং কক্ষে ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন  আক্কেলপুর মহিলা কলেজের পরীক্ষার্থী ছিল। বাকী ২৪ জন ওই কক্ষেই তিলকপুর ইউনাইটেড কলেজের শিক্ষার্থী। একই কলেজের  শিক্ষার্থীকে একই  কক্ষে পরীক্ষা  নেওয়ার অপরাধ  ও  সরকারি নির্দেশ অমান্য করে নিজ কলেজের পরীক্ষার্থীদের পরস্পরের সন্নিকটে আসন ব্যাবস্থা করাই মুজিবর রহমান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ করা হয় এবং ৩ কর্ম দিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

 

Ads