বনের হনুমান লোকালয়ে, উৎসুক জনতার ভিড়

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২১ জুন ২০২৩, ১২:৫৯ পিএম


বনের হনুমান লোকালয়ে, উৎসুক জনতার ভিড়

 

নীলফামারীর ডোমারে বনের হনুমান এখন লোকালয়ে ঘুড়ছে, সবার আদর যত্ন পেয়ে বেশ ভালই আছে সে।

 

আনুমানিক ৬বছর বয়সি একটি বনের হনুমান গত ৩ সপ্তাহ ধরে ডোমার পৌর এলাকায় হাট বাজার, গাছে এবং বাগানে দাঁপিয়ে বেড়াচ্ছে। যেখানে যাচ্ছে সেখানে নারী পুরুষ শিশুসহ সব বয়সের মানুষের উপচেপড়া ভীড় চেখে পড়ার মতো।  শুরুতে এলাকার দুষ্ট ছেলেরা উত্তপ্ত করতো। এতে করে সে বিরক্ত হয়ে বেশী সময় গাছেই থাকতো। গাছের আম, কাঁঠাল খেয়ে সন্ধ্যায় কলেজ পাড়া এলাকার আউট সিগনাল পাড়ে হাসেম আলীর বাড়ীর পাশে বিশাল শিমুল গাছে অবস্থান নিতো। বেশ কিছুদিন হওয়ায় এলাকার মানুষের সাথে বন্ধুত্ব এবং সখ্যতা গড়ে উঠেছে তার। কারো বাড়ির দরজায় গেলে সকলে আদর যত্ন করে বুট, বাদাম, কলা, আমসহ অনেক রকম খাবার খেতে দিতে। পরিচিত লোকদের বাড়িতে যেতো বেশী সময়। তবে লোকজনের সমাগম বেশী হলে, বিশেষ করে দুষ্ট ছেলেরা উত্তপ্ত করলে আবার গাছে উঠে যেতো হনুমানটি। এলাকার আলী ও তার স্ত্রী বাসায় প্রতিদিন দুপুর বেলায় যেতো, তারা খাবারের পাশাপাশি বালতিতে পানি ও মগ দিলে নিয়মিত গোছল সেরে নিতো হনুমানটি।

 

এ বিষয়ে বন বিভাগের কর্তৃপক্ষের সাথে কথা বললে ডোমার ফরেস্ট রেঞ্জ কর্মকতা আব্দুল হাকিম জানান, ধারণা করা হচ্ছে ভারত থেকে ট্রেন যোগে হনুমন্তি এই এলাকায় আসতে পারে। যেহেতু হনুমানটি মানুষের কোন ক্ষতি সাধন করছে না। তাই আমরা কোন পদক্ষেপ নিতে পারছি না। সাধারণ মানুষের অসুবিধা করলে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Ads