ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচন আজ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৭ জুলাই ২০২৩, ১০:৩৫ এএম


ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচন আজ

 

জ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নীলফামারী ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচন। এ উপলক্ষে পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে পুরো এলাকা। রবিবার (১৬ জুলাই) সকাল থেকে গভীর রাত পর্যন্ত সমর্থকদের সাথে নিয়ে পাড়া-মহল্লায় ভোটারদের কাছে গিয়ে দোয়া ও ভোট কামনা করতে দেখা গেছে প্রার্থীদের।

 

ডোমার পৌরসভার অন্তর্ভুক্ত ৭নং ওয়ার্ড ; যা চিকনমাটি এলাকার বৃহত্তর ধনীপাড়া, ঢুষাপাড়া, হিন্দুপাড়া, ফুলতলার ডাঙা, কুলিপাড়া, হঠাৎপাড়া ও পশ্চিম চিকনমাটির স্টেশনপাড়া নিয়ে গঠিত।

 

সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, ৭নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১,৫৭৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৭৮০ জন ও মহিলা ভোটার ৭৯৩ জন।

 

২০২১ সালের ডোমার পৌরসভার ৫ম সাধারণ নির্বাচনে ৭নং ওয়ার্ডে পাঞ্জাবী প্রতীকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রয়াত রুবেল ইসলাম। তিনি পৌর পরিষদের সর্বকনিষ্ঠ কাউন্সিলর ছিলেন। চলতি বছরের ১৭ই এপ্রিল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেলে, ২৩শে মে তারিখে নির্বাচন কমিশন পদটি শূণ্য ঘোষণা করেন এবং ১লা জুন উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করেন।

 

উপ-নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন ৫ জন। যার মধ্যে রয়েছেন টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে পৌর কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ এবাদত হোসেন চঞ্চল, উটপাখি প্রতীক নিয়ে পৌর জাতীয় পার্টির সহ-সভাপতি হারুন আশিকুর রহমান সাজু, পাঞ্জাবী প্রতীক নিয়ে ফুলকুঁড়ি একাডেমির অধ্যক্ষ মোঃ দেলাওয়ার হোসেন, ডালিম প্রতীক নিয়ে মোঃ রুহুল আমি,  ব্লাকবোর্ড প্রতীক নিয়ে পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ রিফাত হাসান সৌরভ।

 

সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রার্থীরা অপর দিকে ভোটাররা বলেন, যারা এলাকার উন্নয়নের সার্থে আমাদের সুখে দুঃখে পাশে থাকবে তাকেই আমরা নির্বাচিত করবো।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম জানান, সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে আমরা সকল প্রস্ততি নিয়ছি। একজন নির্বাহী ম্যাজিট্রেট সার্বক্ষনিক কেন্দ্রে অবস্থান করবে। পাশাপাশী পুলিশ ও আনসার বাহিনী সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে। আজ (১৭ জুলাই) ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, সেখেনে ১ হাজার ৫শত ৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী সাড়ে ৩ বছরের জন্য নির্বাচিত হবেন একজন যোগ্য প্রার্থী এমনটাই প্রত্যাশা সবার।

Ads