চিলমারীতে এমফোরসির উদ্যোগে দুর্গম চরাঞ্চলে হাট সেটের উদ্বোধন
২৯ জুলাই ২০২৩, ০৬:৫১ পিএম

কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুর্গম চরাঞ্চলে হাট সেটের উদ্বোধন করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নে এমফোরসি উদ্যোক্তা ফোরাম আয়োজিত চর উন্নয়নে হাট সেডের উদ্বোধন শেষে আলোচনা সভায় মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু চেয়েছিলো সমতাভিত্তিক সমাজ গরার,আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান এদেশের একজন মানুষ যেন অসহায় না থাকে। তিনি চর উন্নয়নে অনেক পরিকল্পনা হাতে নিয়েছেন এবং বাস্তবায়নও করছেন। সে লক্ষ্য নিয়ে আমরা সবাই মিলে কাজ করে যাচ্ছি।’পল্লী উন্নয়ন একাডেমীর বিভিন্ন প্রকল্পের আওতায় চর বাসি দের প্রশিক্ষণ দিয়ে তাঁদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করছে।’
শনিবার (২৯ জুলাই) বেলা এগারোটায় এমফোরসি উদ্যোক্তা ফোরাম আয়োজিত চর উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা ও হাট সেডের উদ্বোধী অনুষ্ঠানে খলিল আহমেদ (অতিরিক্ত সচিব), ডিজি, আরডিএ,বগুড়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব স্বপন ভট্টাচার্য্য এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহিবুল ইসলাম, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, চিলমারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, নয়ারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান প্রমুখ।