রাণীশংকৈলে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক
১৪ আগস্ট ২০২৩, ০৪:২৩ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (১৪ আগস্ট) সকালে উপজেলা স্কাউটস শাখার তত্বাবধানে রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা স্কাউটস এর সভাপতি ও জেলা প্রশাসক মাহবুবুর রহমান। এরই অংশ হিসাবে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও সরকারি দপ্তরসহ মোট ৭ টি স্থানে বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশ নেন।
এ সময় উপজেলা স্কাউটস এর সভাপতি নবাগত ইউএনও শাহরিয়ার রহমান, এসিল্যান্ড ইন্দ্রজিত সাহা, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক নুরুল হুদা মনিব, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা, প্রেসক্লাব সভাপতি মোবারক আলীসহ শিক্ষক-শিক্ষার্থী, স্কউটসের সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: এ বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসাবে উপজেলা স্কাউটস শাখার উদ্যোগে উপজেলার মোট ১৫৭টি প্রাথমিক বিদ্যালয়ে, ৫৪ টি মাধ্যমিক বিদ্যালয়ে এবং ১৮টি মাদ্রাসায় স্কাউটস এর নিজ অর্থায়নে মোট ১৭হজার বিভিন্ন জাতের বনজ ও ফলজ বৃক্ষের চারা রোপন করা হবে।