কুড়িগ্রামে ৩৮বোতল ইস্কাফ উদ্ধারসহ মাদক কারবারিকে গ্রেফতার

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ আগস্ট ২০২৩, ০৩:৩৪ পিএম


কুড়িগ্রামে ৩৮বোতল ইস্কাফ উদ্ধারসহ মাদক কারবারিকে গ্রেফতার

 

কুড়িগ্রামের নাগেশ্বরী থানার একটি পুলিশের চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৮বোতল ইস্কাফ উদ্ধারসহ হাতেনাতে মাদক কারবারি আইয়ুবকে গ্রেফতার করে।

 

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামের নির্দেশে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন নেতৃত্বে সকল পুলিশ প্রশাসন মাদক ও জঙ্গিবাদবিরোধী অভিযান অব্যাহত রেখেছেন। সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'স্মার্ট বাংলাদেশ ২০৪১' রূপকল্প বাস্তবায়নের প্রত্যয়ে 'স্মার্ট পুলিশ' অভিপ্রায়ে দুর্বার গতিতে কুড়িগ্রামের জনসাধারণের টেকসই নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করতে দিবারাত্র নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

 

এরই ধারাবাহিকতায় নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গত (২৫আগস্ট ২০২৩) রাত আনুমানিক ১০টা ৪৫মিনিটে নাগেশ্বরী থানার রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা নাখরাজ এলাকা থেকে মোঃ আইয়ুব আলী (৬২) কে ৩৮বোতল ইস্কাফ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।

 

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমান আশিক জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। নাগেশ্বরী থানাকে মাদক ও অপরাধ দমনে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

 

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, নাগেশ্বরী থানা পুলিশের অভিযানে ৩৮বোতল ইস্কাফ উদ্ধারসহ হাতেনাতে মাদক কারবারি আইয়ুবকে গ্রেফতার করেছে। মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সর্ব-সাধারণকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মাদকের সঙ্গে কোনো আপোস নেই। জেলায় মাদক বিক্রেতা ও সেবনকারীদের গ্রেফতার করতে জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে।

Ads