খাবার হোটেলের আড়ালে মাদক ব্যবসা, দুই ভাই গ্রেফতার

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৭ আগস্ট ২০২৩, ০৪:২১ পিএম


খাবার হোটেলের আড়ালে মাদক ব্যবসা, দুই ভাই গ্রেফতার

 

নীলফামারীর ডোমারে মাদক (হিরোইন) বিক্রির সময় দুই ভাই আব্দুর রশিদ (৫৯) ও ওসমান গনী বাবলু (৫০) নামে  দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রশিদ ও বাবলু পূর্ব চিকনমাটি ভাটিয়াপাড়া এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডোমার বাসস্ট্যান্ড এলাকায় খাবার হোটেলের ব্যবসা করেন তারা। এই খাবার হোটেলের আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করেন এই দুই ভাই। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

 

গত শনিবার সন্ধ্যায় পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম এর দিক নির্দেশনায় ওসি মাহমুদ উন নবীর নেতৃত্বে উপজেলার ছোট রাউতা জোরপাখুরী এলাকায় অভিযান পরিচালনা করে হিরোইন বিক্রির সময় পুলিশ তাদের গ্রেপ্তার করেন। সেসময় তাদের কাছ থেকে ৩ গ্রাম হিরোইনের ৬টি পুড়িয়া উদ্ধার করেন পুলিশ। রাতেই পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

 

ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী হিরোইনসহ দুই ভাই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকসহ বিভিন্ন আইনে মাদক ব্যবসায়ী আব্দুর রশিদের নামে ১০টি ও বাবলুর নামে ৫টি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। রবিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।