ফুলবাড়িতে টিফিনের টাকা বাঁচিয়ে ছাত্রলীগের বস্ত্র বিতরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৮ আগস্ট ২০২৩, ০৫:১৩ পিএম


ফুলবাড়িতে টিফিনের টাকা বাঁচিয়ে ছাত্রলীগের বস্ত্র বিতরণ

 

দিনাজপুরের ফুলবাড়ীতে টিফিনের টাকা বাঁচিয়ে ফুলবাড়ি পৌর-ছাত্রলীগের আওতাধীন ফুলবাড়ি গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের কর্মচারীদের মাঝে ছাত্রলীগের উদ্যোগে লুঙ্গি বিতরণ করা হয়েছে।

 

সোমবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় পৌরএলাকার ফুলবাড়ি গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ে ফুলবাড়ি উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল এর নির্দেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন এর উপস্থিতিতে লুঙ্গি বিতরণ করেন ফুলবাড়ি উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম-আহবায়ক, মোঃ মনোয়ার হোসেন নাইম,ফুলবাড়ি পৌর-ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক,হাসানুর রহমান, ফুলবাড়ি গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের ছাত্রলীগের সদস্য মো. জাকারিয়া, লাবিব, ফাহিম, নওমি প্রমুখ।