নেইমারকে প্রস্তাব দিয়েছে আল হিলাল

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৩ জুন ২০২৩, ১২:৪৪ পিএম


নেইমারকে প্রস্তাব দিয়েছে আল হিলাল

 

নেইমারকে ভাবা হয় মেসি-রোনালদো পরবর্তী যুগের সেরা তারকা, সেভাবেই গড়ে উঠছিলেন তিনি। কিন্তু এরপর বার্সা ছেড়ে পিএসজিতে আসা আর একের পর এক চোট বাধায় মোড় নিয়েছে তার ক্যারিয়ার। শুরুর ছন্দটা আর ধরে রাখতে পারেননি, পারেননি মেসি-রোনালদোদের যোগ্য উত্তরসূরী হতে। তবুও তাকে মেসির বিকল্প হিসেবে দেখছে সৌসি ক্লাব আল হিলাল।

 

আল হিলাল আর মেসি, গত মাসে ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত নাম হয়তো এই দুটোই। তাদের নিয়ে মুহূর্তে মুহূর্তে নিত্য নতুন সংবাদের কমতি ছিল না, বলা হচ্ছিল সৌদি ক্লাবটাই হতে যাচ্ছে মেসির নতুন ঠিকানা। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে গত বুধবার মেসি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যাচ্ছেন তিনি। আর তাতেই আল হিলাল পড়ে যায় বিড়ম্বনায়।

 

মেসিকে না পেয়ে বসে নেই আল হিলাল। এবার তাদের লক্ষ্য ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস স্পোর্টসের খবর, মেসিকে না পেয়ে এবার নেইমারকে দলে ভেড়াতে তদবির চালাচ্ছে আল হিলাল। এমনকি নেইমারের এজেন্টদের সাথে যোগাযোগ করতে ইতোমধ্যে নাকি প্যারিসেও পা রেখেছেন আল হিলালের কর্তারা।

 

বেশ বড় অংকের অফার নিয়েই নেইমারের দিকে হাত বাড়িয়েছে আল হিলাল। যদিও তা মেসিকে প্রস্তাবিত অফারের থেকে কম; বছরে ২০ কোটি ইউরো পাবেন তিনি। তবে নেইমারকে দলে ভেড়াতেও বেশ মোটা অংকের টাকা খসাতে হবে আল হিলালকে। পিএসজির সাথে নেইমারের চুক্তির মেয়াদ ২০২৫ পর্যন্ত থাকায় দিতে হবে ট্রান্সফার মানি।

 

সিবিএস স্পোর্টস বলছে, ট্রান্সফার ফি হিসেবে ৪ কোটি ৫০ লাখ ইউরো খরচ করতে রাজি আছে আল হিলাল। তবে এখন পর্যন্ত পিএসজির সাথে আনুষ্ঠানিক কোনো আলোচনা শুরু করেনি সৌদি ক্লাবটি। তবে সিদ্ধান্ত নিতে হবে নেইমারকেই। ইউরোপের শীর্ষ ফুটবলকে বিদায় বলে এখনই সৌদি ফুটবলে নাম লেখাবেন কি না, নেইমারকে তা নিয়ে ভাবতেই হবে।