খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

দহেন বিকাশ ত্রিপুরা

২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৭ পিএম


খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

খাগড়াছড়িতে জেলা প্রশাসনের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সহযোগিতায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

 

এ উপলক্ষে বুধবার (২৭সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা শহরস্থ পৌর টাউনহল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিনব্যাপী তথ্য মেলা উদ্বোধন ও র‌্যালি করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে পুনরায় টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।

 

অনুষ্ঠানে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যার কাছে যত তথ্য আছে, সে ততই শক্তিশালী। কেউ তথ্যকে কুক্ষিগত করে রাখা যাবেনা। যেকোন প্রতিষ্ঠান যেকোন তথ্যকে অবাধে প্রচার ও প্রসার করে দিতে হবে। তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। ভুল তথ্যের কারণে বিভিন্ন সময় দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছিলো। সে সকল ভুল তথ্য থেকে সরে আসতে হবে। বিভিন্ন সরকারি অফিসে তথ্য হালনাগাদ করা হয়নি তাদেরকে তথ্য আপডেট দেওয়ার নির্দেশ দেন তিনি।

 

সভায় খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, সিভিল সার্জন মো: ছাবের, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শানে আলম, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সচেতন নাগরিক কমিটি (সনাক) খাগড়াছড়ির সভাপতি শেফালিকা ত্রিপুরা প্রমুখ। সভায় জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুরুল আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন টিআইবি-খাগড়াছড়ি সনাকের সদস্য মথুরা বিকাশ ত্রিপুরা। দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির চট্টগ্রাম ক্লাস্টারের প্রোগ্রাম কো: অর্ডিনেটর মো: জসীম উদ্দিন।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম, জেলা তথ্য অফিসার বাপ্পি চক্রবর্তী, পৌর কাউন্সিলর মো: শাহ আলম, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: জসীম উদ্দিন, খাগড়াছড়ি সনাকের অন্যান্য সদস্যবৃন্দ, টিআইবি-খাগড়াছড়ির কোর্ডিনেটর মো: আবদুর রহমানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

দিবসটি উপলক্ষে আয়োজিতমেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৩০টি স্টল এতে অংশ নেন।

Ads