ইউনূসের পদত্যাগ দাবিতে গ্রামীণ কমিউনিকেশনসের শ্রমিকদের কর্মবিরতি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৭ অক্টোবর ২০২৩, ১১:৩৪ এএম


ইউনূসের পদত্যাগ দাবিতে গ্রামীণ কমিউনিকেশনসের শ্রমিকদের কর্মবিরতি

ছবি- সংগৃহীত।

 
নিয়ম ও নির্যাতনের অভিযোগে গ্রামীণ কমিউনিকেশনসের চেয়ারম্যান এবং নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির শ্রমিকরা।
 

সোমবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডে গ্রামীণ টেলিকম ভবনের বাইরে ৮ দফা দাবিতে মানববন্ধন করেন শ্রমিকরা।

 

এতে অংশ নেন দেশের বিভিন্ন এরিয়া অফিসের কর্মীরা। ফরিদপুর জোনে কর্মরত গ্রামীণ কমিউনিকেশনসের কর্মী ও সংগ্রামী পরিষদের নেতা জাহিদ মোল্লা বলেন, ৬০ বছরের বেশি বয়সী কোনো লোকের প্রতিষ্ঠানে চাকরি থাকার কথা না। কিন্তু ড. ইউনূস নতুন নতুন পদ সৃষ্টি করে ৬০ ঊর্ধ্ব একাধিক লোককে প্রতিষ্ঠানে রেখেছেন। আমরা ইউনূসসহ এই সব লোকের পদত্যাগ চাই।

 

দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে থেকে ইউনূস শ্রমিকদের রক্ত চুষে খাচ্ছেন এবং তার নির্দেশে শ্রমিকদের নির্যাতন করা হচ্ছে বলেও দাবি করেন জাহিদ মোল্লা।

 

মানববন্ধনে তিনি আরো বলেন, আমরা গ্রামীণ কমিউনিকেশনসের নির্যাতিত শ্রমিক। এটা গ্রামীণ ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান। কিন্তু প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, গ্রামীণ কমিউনিকেশনস আলাদা প্রতিষ্ঠান। কেননা গ্রামীণ ব্যাংক আমাদের সঙ্গে চুক্তি বাতিল করেছে। এর ফলে আমরা প্রায় ৯৩৫ শ্রমিক চাকরি হারানোর ভয়ে আছি। আমাদের দাবি হচ্ছে, চাকরিচ্যুত করতে হলে ন্যায্য অধিকার দিয়ে সেটা করতে হবে। অসময়ে চাকরিচ্যুত করা যাবে না।
 

শ্রমিকদের দাবিগুলো হল-

প্রতিষ্ঠানের শুরু থেকে সব শ্রমিকের বেতন স্কেল সংশোধনপূর্বক বেতন রিভিউ করে (পে-স্কেল বাস্তবায়নসহ) বর্ধিত বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত ও অন্যান্য ভাতার বকেয়া মজুরিসহ সব অর্থ প্রদান করতে হবে।

বেতন স্কেল সংশোধন ও রিভিউ করে বার্ষিক অর্জিত ছুটির বেতন বাৎসরিক ২০ দিন হারে মোট বেতনের সমপরিমাণ অনুযায়ী বকেয়াসহ পুরো অর্থ প্রদান করতে হবে।

অন্যায়ভাবে নোটিশ ছাড়া বিগত বছরে না দেয়া বার্ষিক ইনক্রিমেন্ট দিতে হবে এবং শুরু থেকে বার্ষিক ৫% হারে প্রতি বছরের ইনক্রিমেন্ট বাড়িয়ে বকেয়াসহ সব অর্থ দিতে হবে।

শুরু থেকে ক্ষতিপূরণজনিত সাপ্তাহিক ছুটির বকেয়া বেতন ও ভাতার পুরো অর্থ দিতে হবে।

আবারও অডিট করে শ্রম আইন মোতাবেক ট্রাস্ট্রি বোর্ড গঠন করে শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণে শুরু থেকে বকেয়াসহ দিতে হবে।

শ্রম আইন মোতাবেক অধিকাল ভাতা (ওভার টাইম হিসেব করে) পুরো অর্থ দিতে হবে।

ট্রেড ইউনিয়ন করার দায়ে চাকরিচ্যুত আটজন শ্রমিকের (মো. বদরুল আলম, মো. আব্দুস সালাম, মো. আব্দুল গফুর, ইলিয়াস কাঞ্চন, মো. শাহ আলম, মো. জিল্লুর রহমান, মো. হোসাইন আহম্মদ ও এমরানুল হক) চাকরি ফেরত দিতে হবে।

প্রতিষ্ঠান থেকে অসময়ে কর্মী ছাটাই করা হলে প্রদেয় সুবিধার অধিক ক্ষতিপূরণ বাবদ কমপক্ষে ১০ বছরের ক্ষতিমূল্য দিতে হবে এবং অন্যান্য পাওনা থাকলে তা দিতে হবে।

Ads