মালয়েশিয়া থেকে বিশেষ বিমানে ফিরলো ১৫৪ বাংলাদেশী
আশরাফুল মামুন, মালয়েশিয়া প্রতিনিধি
প্রতিদিনের চিত্র
প্রকাশিত : ১২:৩২ পিএম, ১৩ মে ২০২০ বুধবার

ছবি- প্রতিদিনের চিত্র
মালয়েশিয়ায় কোভিড-১৯ মহামারীতে ২ মাস ধরে টানা লকডাউনের কারণে আটকা পড়া ১৫৪ বাংলাদেশিকে নিয়ে দেশে ফিরেছে একটি বিশেষ চাটার্ড ফ্লাইট।
আজ বুধবার (১৩ মে) মালিন্দো এয়ারের একটি বিশেষ ফ্লাইটে স্থানীয় সময় সকাল দশটায় মালয়েশিয়া থেকে উড্ডয়ন করেছে বিমানটি। বাংলাদেশের সময় দুপুর ১২ টায় নাগাদ ল্যান্ডিং করে এই বিশেষ ফ্লাইট।
এ বিষয়ে গত ৫ই মে মঙ্গলবার মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে আটকে পড়া বাংলাদেশীদের নিজ ফেরতের জন্যে এই বিশেষ ফ্লাইট পরিচালনার তথ্য জানানো হয়।
এই চার্টার্ড ফ্লাইট পরিচালনায় বাংলাদেশ সরকারের সাথে সমন্বয় CAAB অনুমোদন ও মালয়েশিয়া সরকারের অনুমোদন, প্রত্যেক যাত্রীর স্বপক্ষে দূতাবাসের সনদ ইস্যু, covid - টেস্ট সহ যাতায়াতের পুলিশ ক্লিয়ারেন্সসহ যাবতীয় কার্যক্রম মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন সম্পন্ন করে।