ঢাকা, মঙ্গলবার   ৩০ মে ২০২৩,   জ্যৈষ্ঠ ১৬ ১৪৩০

ওসি প্রদীপের স্ত্রী চুমকি আত্মগোপনে, খুঁজছে দুদক

প্রতিদিনের চিত্র ডেস্ক

প্রতিদিনের চিত্র

প্রকাশিত : ১১:৫৬ এএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

 

চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার প্রধান আসামি ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারণকে খুঁজছে দুদক। ওসি প্রদীপ এ মামলায় দ্বিতীয় আসামি।

 

প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয় ১-এ বাদী হয়ে দুদক আইন, ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১), মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারা এবং দ-বিধির ১০৯ ধারায় তাদের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছে।

 

চুমকি কারণকে ১নং আসামি করে এই মামলাটি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, চুমকি কারণ তার স্বামী ওসি প্রদীপ কুমার দাশের ঘুষ-দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরপূর্বক একে অপরের সহযোগিতায় ভোগদখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

 

দুদকের করা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য গত ২৭ আগস্ট আদালতে আবেদন করা হয়েছে। আদালত আগামী ১৪ সেপ্টেম্বর আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন।

 

মামলার প্রধান আসামি চুমকি কারণ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে এমন আশঙ্কাও করছে দুদক। তিনি যেন দেশত্যাগ না করতে পারে তার দেশত্যাগ ঠেকানোর জন্য পুলিশ সদর দপ্তরেও চিঠি পাঠানো হয়েছে।

 

মামলার এজাহারে বলা হয়েছে, ওসি প্রদীপের স্ত্রী চুমকি কারণ দুদকে দাখিল করা সম্পদের বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।