মাস্টারমাইন্ড স্কুলছাত্রীকে ধর্ষণের আসামি আটক
প্রতিদিনের চিত্র ডেস্ক
প্রতিদিনের চিত্র
প্রকাশিত : ০৪:১৬ পিএম, ৮ জানুয়ারি ২০২১ শুক্রবার

ছবি- সংগৃহীত।
রাজধানীর কলাবাগানের মাস্টারমাইন্ড স্কুলে পড়ুয়া এক কিশোরীকে বন্ধুর বাসায় ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগে ফারদিন ইফতেখার দিহানকে আটক করেছে পুলিশ। আজ আদালতে তোলার পর তার ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।
গতকাল রাতে দিনাহকে একমাত্র আসামি করা হয়। এবং কলাবাগান থানায় তার নামে একটি মামলা করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আটক অন্য তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ধর্ষিতার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। এবং তার পেটের ডান পাশে আঘাতের চিহ্ন ছিল।
আরো পড়ুন: করোনা পরীক্ষায় টাইগাররা সবাই করোনা নেগেটিভ
আসামী তানভীর পুলিশকে জানান, মেয়েটি তার পূর্বপরিচিত। বাসায় কেউ না থাকায় তাদের দ্বিতীয় তলার ফ্ল্যাটে নিয়ে যান তিনি। একপর্যায়ে তাদের মধ্যে ‘শারীরিক সম্পর্ক’ হয়। এক সময় মেয়েটি অচেতন হয়ে পড়ে। তখন তিনি তাকে আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।