দোয়ারায় কালবৈশাখী ঝরে ঘরবাড়ির ও ফসলের ব্যাপক ক্ষতিসাধন
১৭ এপ্রিল ২০২০, ০৫:২৯ পিএম

ছবি- প্রতিদিনের চিত্র
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা ৯ টি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া গত রাত ১২ টা ৫৪ মিঃ থেকে ১ টা ৪ মিঃ পর্যন্ত কাল বৈশাখী ঝড়ের তান্ডবে শতাধিক ঘরবাড়ি, গাছ পালা, বোর ফসল, শাকসবজি ও রবিশষ্যের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে সুরমা ইউনিয়নের ভুজনা, কালিকাপুর, কদমতলী, নুরপুর, সোনাপুর, শরীফপুর টেংরা, আলীপুর, বৈটা খাই, মোহাম্মদ পুর। দোয়ারাবাজার সদর ইউনিয়নের মাছিমপুর, মুরাদ পুর, নৈনগাও, মাঝের গাও, মংলার গাও, বড়বন্দ, রায়নগর, বাঘরা। মান্নার গাও ইউনিয়নের জালালপুর, আজমপুর, কাটাখালী, পুটিপশি, ডুমবন, ডুলপশি। দোয়ারাবাজার সদর ইউনিয়নের মাছিমপুর গ্রামের ক্ষতিগ্রস্ত আলী আমজদ বলেন, একদিকে বিশ্বজুরে করোনা ভাইরাস দোকান পাট বন্ধ, ব্যবসা প্রতিষ্টান বন্ধ হয়ে মানবতর জীবন যাপন করছি। গতরাতের ঝড়ে আজমপুর দোয়ারাবাজার খেয়াঘাট সংলগ্ন নদীর পারে আমার এক মাত্র দোকান ঘরটি ভেঙে মালামাল সহ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার বাচার এক মাত্র অবলম্বন ছিল এই দোকান ঘরটি। এই মুহুর্তে সরকারি সহযোগিতা না পেলে ঘর মেরামত ও পরিবার চালানু সংকটের মূখে।
এব্যাপারে ইউপি সদস্য আব্দুর রহিম নেয়ামত বলেন, ঝড়ে ক্ষতি সাধন হলেও ক্ষতিগ্রস্ত পরিবার সরকারি সহযোগিতা পায় না। যাদের ক্ষতি হয়নী তারাই বিভিন্ন সহযোগিতা পেয়ে আসছে। আমার ওয়ার্ডে অনেকের কাচা ঘরবাড়ি ভেঙে গেছে। সরকারি সহযোগিতা পেলে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়া হবে।