আলভারেজের জোড়া গোলে ম্যানসিটির দারুণ জয়

স্পোর্টস ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০২৩, ০২:১০ পিএম


আলভারেজের জোড়া গোলে ম্যানসিটির দারুণ জয়

হুলিয়ান আলভারেজ।

 

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে হুলিয়ান আলভারেজের জোড়া গোলে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। অন্য গোলটি করেছেন রদ্রি। তবে দলের সেরা তারকা আর্লিং হালান্ড বেশ কয়েকটি সুযোগ মিস না করলে আরও বড় জয় পেতে পারতো পেপ গার্দিওলার শিষ্যরা।

 

গতকাল ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে প্রথমার্ধে অসংখ্যা আক্রমণ করেও গোল পায়নি সিটিজেনরা। শেষ মুহূর্তে উল্টো গোল খেয়ে সিটি পিছিয়ে পড়ে। প্রতি-আক্রমণ থেকে রেড স্টারকে দারুণ ফিনিশিংয়ে গোল করে এগিয়ে দেন উসমান বুখারি। শেষ পর্যন্ত পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় সিটিকে।

 

অবশ্য বিরতির পর গোল শোধ করে ম্যাচে ফিরতে সময় নেয়নি সিটি। খেলা শুরুর ২ মিনিট পরেই হলান্ডের কাছ থেকে বল পেয়ে গোল করে দলকে সমতায় ফেরান বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ।

 

এই গোলে সমতা ফেরার পর একটু পর ব্যবধানও বাড়ায় সিটি। তবে ভিএআরের ফাঁদে বাতিল হয় সেই গোল। সে যাত্রায় গোল না হলেও ৬০ মিনিটে ঠিকই গোল পেয়ে যায় সিটি। এবার আলভারেজকে রীতিমতো গোল উপহারই দেন রেড স্টার গোলরক্ষক। ফ্রি-কিক থেকে বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ায় সেই বল জড়ায় জালে। সিটি এগিয়ে যায় ২-০ গোলে।

 

একটু পর ফোডেনের অ্যাসিস্ট থেকে গোল করে ব্যবধান ৩-১ করে ম্যাচ রেড স্টারের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান রদ্রি। এরপর ব্যবধান আরও বড় করার সুযোগ এসেছিল হলান্ডের সামনে। কিন্তু দিনটা যে তার ছিলই না। দল জিতলেও তাই শেষ পর্যন্ত হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন হলান্ড।

 

একই গ্রুপের অন্য ম্যাচে ইয়াং বয়েজকে ৩-১ গোলেই হারিয়েছে আরবি লাইপজিগ।

Ads