সাঙ্গু ও মাতামুহুরী নদীর ভাঙ্গন রোধে লামায় বাপাউবো পরিদর্শন
০৮ অক্টোবর ২০১৯, ০৫:৫৯ পিএম

পার্বত্য জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর পাড় ভাঙ্গন রোধকল্পে ডিপিপি প্রনয়নের লক্ষ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গঠিত কারিগরী কমিটির মাঠ পর্যায়ে পরিদর্শনের জন্য লামার মাতামুহুরী নদী ও লামা খালের বিভিন্ন ভাঙ্গনের স্থান পরিদর্শন করেন। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে এই পরিদর্শন করেন বাপাউবো পাঁচ সদস্য বিশিষ্ট্য টিম। পরিদর্শন শেষে এলাকার নদীর পাড় ভাঙ্গন এবং বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার লোকজনের সাথে মতবিনিময় করেন কমিটির সদস্যরা।
পরিদর্শনের নেতৃত্ব দেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পরিকল্পনা-১ বিভাগের পরিচালক ড: শ্যামল চন্দ্র দাস।
এসময় উপস্থিত ছিলেন, লামা পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, কারিগরি কমিটির সদস্য ও বাপাউবো এর পরিকল্পনা-৩ বিভাগের উপ-প্রধান (মৎস) মো. রহমত আলী, প্রধান পানি ব্যবস্থাপনার দপ্তরের উপ-প্রধান (সমাজবিজ্ঞান) সালমা বেগম, কারিগরী কমিটির সদস্য সচিব ও বান্দরবান পাউবো নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান ও চট্টগ্রাম পাউবো এর চট্টগ্রাম ৪ওর বিভাগ-১ গবেষণা কর্মকর্তা (পরিবেশ ও বন) মো. শাফায়েত হোসেন। পরিদর্শনে এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন, লামা রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন ও লামা পৌর আওয়ামীলীগের সভাপতি মো. রফিক।
মঙ্গলবার সকালে বাংলাদেশ পাউবো লামায় মাতামুহুরী নদীতে নৌকা চড়ে ২ কিলোমিটার নদীপদ বিভিন্ন পাড় ভাঙ্গন পরিদর্শন এবং ক্ষতিগ্রস্থ নদীর পাড়ে বসবাসকারীদের সাথে মতবিনিময় করেন। পরে মাতামুহুরী নদীর উপর মেরাখোলা গার্ডার ব্রীজ ও অংহ্লাপাড়া বাজার গার্ডার ব্রীজ ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।
নদী পাড় ভাঙ্গন পরিদর্শন শেষে এলাকার ক্ষতিগ্রস্থ পরিবারদের সাথে একটি মতবিনিময় করা হয়। মতবিনিময় সময় এলাকাবাসী রোকেয়া বেগম ও স্থানীয়রা জানান, নদী পারের সিসি বøক স্থাপন, নদীর মাঝখানে ড্রেইজিং করে নদীর পাড়ে আর সিসি ওয়াল মাধ্যমে রাস্তার তৈরি করার জন্য মত প্রকাশ করেন।
এ ব্যাপারে মেয়র মো. জহিরুর ইসলাম বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মাধ্যমে প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়ন হলে এত্র লামা পৌরসভা প্রতি বছর বন্যায় সময় ক্ষতিগ্রস্থ থেকে অনেকাংশ কমে যাবে এবং মাতামুহুরী নদী পাড়ে বসতভিটা ঘর-বাড়ি, রাস্তাঘাট, মসজিদ ও কবরস্থান ভাঙ্গন থেকে রক্ষা পাবে।