ইউনাইটেড হাসপাতালে চাকরির সুযোগ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১২ নভেম্বর ২০২৩, ১১:২৮ এএম


ইউনাইটেড হাসপাতালে চাকরির সুযোগ

ছবি- সংগৃহীত।

 
ম্প্রতি ইউনাইটেড হাসপাতাল লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কো-অর্ডিনেটর পদে জনবল নিয়োগ দেবে। আবেদনের শেষ সময় ১১ ডিসেম্বর।
 

বিভাগ: লার্নিং ও ক্যাপাসিটি ডেভেলপমেন্ট , নার্সিং সার্ভিসেস


পদের সংখ্যা: নির্ধারিত নয়


শিক্ষাগত যোগ্যতা: নার্সিংয়ে ডিপ্লোমা, নার্সিংয়ে মাস্টার অফ সায়েন্স (এমএসসি), পোস্ট-বেসিক-এ ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি)।


অন্যান্য যোগ্যতা: সক্রিয় শ্রবণ, নেতৃত্ব, কথা বলার সাবলীলতা, সময় ব্যবস্থাপনার দক্ষতা।


অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর


চাকরির ধরন: ফুলটাইম


প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)


কর্মক্ষেত্র: অফিসে


বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর


কর্মস্থল: ঢাকা


বেতন: আলোচনা সাপেক্ষে


অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

Ads