চাঁদপুরে হরতালে যান চলাচল ছিল না কোন প্রভাব
৩০ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের কারণে রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে চাঁদপুরের বিভিন্ন সড়ক মহা সড়কগুলোতে যানবাহন চলাচল ছিল কম, বিগত দিনের চেয়ে হরতালে দিন সড়কে যান বাহন চলাচল কম থাকায় দুর্ভোগে পড়তে হয়েছিল যাত্রী সাধারণনের ।
অন্যান্য দিনের মতো সড়কে যানবাহনের চাপ ছিলনা বললেই চলে। হরতালের দিন অল্প কিছু গণপরিবহন চাঁদপুরের বিভিন্ন সড়ক মহা সড়কে চলাচল করছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে গণপরিবহনের চাপ বেড়েছিল। হরতালের সমর্থনে চাঁদপুরের তেমন কোথাও পিকেটিং করতে দেখা যায়নি বিএনপির নেতাকর্মীদের। হরতালকে ঘিরে দুই একটি ঘটনা ছাড়া কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গণপরিবহন কম থাকায় রিকশা ও ছোট যানবাহনের দাপট বেড়েছে। নিয়মিত ভাড়ার চেয়ে যানবাহনগুলো অতিরিক্ত বেশি ভাড়া আদায় করার অভিযোগ উঠেছিল।
এদিকে, রবিবার সকালে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, দূরপাল্লার যানবাহনগুলো চাঁদপুর থেকে বিভিন্ন স্থানে থেকে ছেড়ে যাচ্ছে না। কাউন্টারগুলো খোলা থাকতে দেখা যাইনি। চাঁদপুরের সড়কে বিপুলসংখ্যক পুলিশ অবস্থানের কারনে তেমন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশের পাশা-পাশি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা সড়কে অবস্থান করে যান বাহন চলাচল স্বাভাবিক রাখেন।
চাঁদপুরের বিভিন্ন ইউনিটের বিএনপির নেতাকর্মীরা মাঠে একে বারেই উপস্থিতি ছিলনা বললেই চলে। হরতালে যেকোনও নাশকতা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থায় ছিলেন। চাঁদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সামনে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ করা গেছে।
কথা হয় বাবুরহাট মতলব রোডের মাথায় দায়িত্বরত এক পুলিশ সদস্যসের সাথে, তিনি জানান, ‘হরতালে জনজীবনে কোনও প্রভাব পড়েনি। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে আমরা মাঠে রয়েছি। হরতালের সমর্থনে কোনও পিকেটিং কিংবা মিছিল-মিঠিং করতে দেখা যায়নি। তবে যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় আছে।
বিএনপির ডাকা হরতালে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের গাবতলীতে বিএনপির সমর্থীত নেতাকর্মীরা ভোর সকালে সড়কে গাছ ফেলে অবরুদ্ধ করে রাখলে আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা খবর পেয়ে সড়ক থেকে গাছ অবসারন করে যান বাহন চলাচল স্বাভাবিক রাখেন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মনির হোসেন গাজী, পৌর আওয়ামী লীগ নেতা হোসেন শেখ হুসু, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক বিল্লাল খান, সিনিয়র সহ-সভাপতি সাজু খান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বিল্লাল বেপারীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে হরতালের বিপক্ষে সড়কে অবস্থান নিয়ে যান বাহন চলাচল স্বাভাবিক রাখেন।