ফণীর প্রভাবে ১০ কোটি ৭৩ লক্ষ টাকার ফসলের ক্ষতি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৫ মে ২০১৯, ০৬:১৮ পিএম


ফণীর প্রভাবে ১০ কোটি ৭৩ লক্ষ টাকার ফসলের ক্ষতি

 কলাপাড়ায় ফণীর প্রভাবে যে বৃষ্টি হয়েছে এতে কৃষকের ক্ষেতের রবিশস্য ও শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এখানে ধান-রবিশস্যসহ শাক-সবজির ৬৫৮ হেক্টর জমির ক্ষতি হয়। সরকারী ভাবে ক্ষেতের পরিমাণ হিসাবে ১০ কেটি ৭৩ লাখ ৭৬ হাজার টাকার ক্ষতির দাবি করা হয়েছে।   ৪৭৩০ জন কৃষকের এ পরিমান ক্ষতি হয়েছে। কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মান্নান জানান, ৪৪ হেক্টর জমির বোরো ধান, ১০ হেক্টর জমির মিষ্টি আলু, ৯০ হেক্টর ভূট্টা, বাঙ্গী ৬ হেক্টর, শসা ১২ হেক্টর, চিনাবাদাম ৭৫ হেক্টর, সূর্যমূখী ৭ হেক্টর, ১৬০ হেক্টর জমির মরিচ, ৮০ হেক্টর জমির মুগডাল, ১৭৪ হেক্টর জমির শাকসবজি বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে।

Ads