চাঁদপুর আশিকাটির জেলা কারাগার থেকে বডুর বাজার সড়কে বেহাল দশা
২৩ আগস্ট ২০২৩, ০৬:৫৪ পিএম

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের জেলা কারাগার থেকে বডুর বাজার পর্যন্ত গ্রামীণ কাঁচা সড়কটি বেহাল ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় জনদুর্ভোগ চরমে উঠেছে। বর্ষা সময়ে আসলেই হাঁটু সমান কাদা, পানি আর বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় চলাচলে ভোগান্তিতে পড়েছেন যানবাহনসহ ওই এলাকার কয়েক হাজার মানুষ। এতে করে ঐই এলাকাসহ আশপাশের মানুষের জনদুর্ভোগ চরম আকারে ধারন করেছে।
সরজমিনে দেখা যায়, স্থানীয় সরকারের অধীন গ্রামীণ এ কাঁচা সড়কে বড় বড় গর্ত, হাঁটু সমান কাদা, আবার কিছু জায়গায় রাস্তা ভেঙ্গে গেছে। রাস্তার কাদা পানিতে একাকার হয়ে রয়েছে। গর্ত কাদায় রিকসা, অটোরিকসা, বাই-সাইকেল সহ যানবাহন পড়ে অহরহ ঘটছে দুর্ঘটনা। একটু বৃষ্টি হলে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে যায় এ সড়ক।
এ রাস্তা দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের যান বাহন চলাচল করছে। আশপাশের অন্তত ৫/৭টি গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করছে। এলাকাটি বিলঅঞ্চল হওয়ায় কৃষিপ্রধান এলাকা হিসেবে পরিচিত। বর্ষাকালে রাস্তাটির এমন বেহাল দশার কারণে কৃষকের উৎপাদিত পণ্য ও মাছ বাজারজাতকরণে চরম দুর্ভোগে পড়েন স্থানীয় মৎস্যজীবী ও কৃষকেরা।
এ বিষয়ে এলাকাবাসী বলেন, এ সড়ক দিয়ে চলাচলে আমাদের দুর্ভোগের শেষ নেই। এ রাস্তা দিয়ে হাঁটলে পা দুই ফুট মাটির নিচে চলে যায়। অসুস্থ রোগিদের হাসপাতালে নেওয়াসহ কৃষিপণ্য পরিবহন দুষ্কর হয়ে পড়ে। দুর্ভোগের কথা ভেবে রাস্তাটি দ্রæত পাকাকরণে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী এলাকাবাসী।