জ্বলছে ইসরায়েল-ফিলিস্তিন, নিহত ছাড়াল ১৫০০

আন্তর্জাতিক ডেস্ক

১০ অক্টোবর ২০২৩, ১১:০১ এএম


জ্বলছে ইসরায়েল-ফিলিস্তিন, নিহত ছাড়াল ১৫০০

ছবি- সংগৃহীত।

 

সরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সংঘর্ষে হতাহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আজ মঙ্গলবার ইসরায়েলি মেডিকেল পরিষেবার পক্ষ থেকে জানানো হয়েছে, হামাসের হামলায় নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত বেড়ে ৬৮০ জনে দাঁড়িয়েছে। খবর বিবিসি ও আল জাজিরার।
 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাসের হামলায় ইসরায়েলে ১১ মার্কিনি নিহত হয়েছেন। সেইসঙ্গে আশঙ্কা করা হচ্ছে আরও বেশ কয়েকজন মার্কিনিকে জিম্মি করা হয়েছে। ইসরায়েলকে সহযোগিতা করতে রণতরী ইতিমধ্যে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এতে করে যুদ্ধের তীব্রতা আরও বাড়তে পারে।

 

অন্যদিকে যুক্তরাজ্যও জানিয়েছে, ইসরায়েলে তাদের ১০ জন নাগরিক নিহত বা নিখোঁজ রয়েছে।

 

এরই মধ্যে হামাসের বিরুদ্ধে কড়া প্রতিশোধের বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাসের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনী এমন প্রতিশোধ নিতে যাচ্ছে যা কখনো নেয়নি। তিনি হামাসকে বর্বর হিসেবে উল্লেখ করেছেন।

 

নেতানিয়াহু আরও বলেছেন, তার দেশ হামাসের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করবে।

 

গত শনিবার ভোরে গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট হামলা চালায় হামাস। সশস্ত্র এ গোষ্ঠীর দাবি, তারা ২০ মিনিটের মধ্যে পাঁচ হাজার রকেট ছুড়েছে। তবে ইসরায়েল জানায়, দুই হাজার ৫০০ রকেট ছুড়েছে হামাস। 

Ads