কুড়িগ্রামের চরাঞ্চলের কাশফুলের সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা

এম এম আল মামুন

২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪০ পিএম


কুড়িগ্রামের চরাঞ্চলের কাশফুলের সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা

ছবি- সংগৃহীত।

 

কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নের চরাঞ্চলে কাশফুলের ভরা ভরা প্রেমে ছুটে আসছেন দর্শনার্থীরা।  শহুরে কলাহল  আর কৃত্তিমতা পেছনে ফেলে কিছুটা প্রশান্তির জন্য প্রকৃতির কাছেই ছুটছেন তারা। কেউ ছুটছেন পরিবার নিয়ে আবার কেউ প্রিয়জন নিয়ে কেউবা সংগহীন ।

 

শরতের নীল আকাশের সাদা কালো মেঘের আনাগোনা মাঝে মাঝেই মনোমুগ্ধকর শীতল হাওয়া সেই সঙ্গে নদী পারে ধুধু বালু চরে স্নিগ্ধ বাতাসে কাশফুলের লুকোচুরি । এমন  দৃশ্য দেখে মুগ্ধ হন দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা

 

আর এ দৃশ্য উপভোগ করতে কুড়িগ্রামের ব্রক্ষপুত্র,ধরলা, তিস্তাসহ,বিভিন্ন নদ - নদীর চরাঞ্চলে ছুটছেন দর্শনার্থীরা। ক্ষণিকের জন্য  হলেও শহরের কোলাহল ছেড়ে নদীতীরে কাশফুলের শুভ্রতা দেখতে আসছেন তারা।

 

অনেকই কাশফুল  নিয়ে তুলছেন ছবি কেউ করছেন টিকটক ভিডিও, আবার অনেকে ব্যাস্ত সময় পার করছে শুটিংএ  এসব ছবি ও ভিডিও ছাড়ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউসহ নানা রকম যোগাযোগ মাধ্যমে।

 

বেড়াতে আসা  প্রকৃতির প্রেমীরা বলেন নৌকা পারিদিয়ে চরাঞ্চলে মাঝে সাধা কাশফুলের  সাথে নীলাকাশের সাধা মেঘ যেনো মিশে গেছে। শরতকালে এমন কাশফুল ফুটে আমার এখানে শহর থেকে ঘুরতে আসছি, দেখতে আসছি, অনেক ভালো লাগছে। এ   দৃশ্য মানুষের পরিবর্তন নিয়ে আসে ।

 

তবে প্রকৃতির প্রেমীদের প্রশান্তি যোগানো কাশফুল আবার চরাঞ্চল মানুষের জীবিকার উৎস। শরৎকাল জুড়ে শত - শত মানুষ কুড়িগ্রামের চরগুলোতে আসেন কাশফুল আর নীলাকাশের সাধা মেঘের লুকোচুরি অপার সৌন্দর্য উপভোগ করতে।

Ads