মতিঝিল ডিবি সহকারী পুলিশ কমিশনার এরশাদ এর নেতৃত্বে ভেজাল ঔষধ জব্দ
১৬ নভেম্বর ২০২৩, ০১:১৪ পিএম

ছবি- সংগৃহীত।
দেশের চিকিৎসা খাত কে দুর্বল করার জন্য একদল অসদুপায় ব্যবাসায়ী, দেশীয় ওষুধ কোম্পানীর ওষুধের প্যাকেজিং পরিবর্তন করে বিদেশী কোম্পানীর দামী ঔষধ রূপান্তর করে ঔষধ প্রস্তুুতকারক প্রতিষ্ঠানের ট্যাগ লাগিয়ে অতি ব্যবসা মুনাফা অর্জন করে আসছে। ঠিক এরই প্রেক্ষিতে দেশের গোয়েন্দা বিভাগ নিরলস ভাবে কাজ করছে,বিশেষ করে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের চলমান অভিযানের রিতীমতো অপরাধীদের নাভিশ্বাস করে তুলেছে।
গত মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর ও ঢাকা জেলার কেরাণীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দেশীয় ওষুধ কোম্পানীর ওষুধের প্যাকেজিং পরিবর্তন করে বিদেশী কোম্পানীর দামী ওষুধে রূপান্তরিত করার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এই বিশেষ অভিযানে নেতৃত্ব ছিলেন সহকারী পুলিশ কমিশনার মোঃ এরশাদুর রহমান। যার তত্বাবধানে বিপুল পরিমানের ভেজাল ঔষধ জব্দ এবং তিন অপরাধী'দের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো আশফাক আহম্মেদ আলী ওরফে সুমন, মোঃ জসিম উদ্দিন ও শুভ বর্মন।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে নকল ৯০ প্যাকেট Rhophylac 300 ইনজেকশন, ২৮ বক্স Konakion MM ইনজেকশন ও ২০ প্যাকেট GRIFOLS Albumin (Human) U.S.P Albutean 25% ইনজেকশন উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ কমিশনার মোঃ এরশাদুর রহমান বলেন, কয়েকজন ব্যক্তি মোহাম্মদপুর থানার মাদ্রাসা রোড এলাকার একটি ফ্ল্যাটে বিভিন্ন ধরনের নকল ওষুধ প্রস্তুত করছে এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে আশফাককে গ্রেফতার করা হয় এবং সেখান থেকে নকল ৯০ প্যাকেট Rhophylac 300 ইনজেকশন, ২৮ বক্স Konakion MM ইনজেকশন ও ২০ প্যাকেট GRIFOLS Albumin (Human) U.S.P Albutean 25% ইনজেকশন উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃত আশফাক মিডফোর্ড হতে Popular Pharmaceuticals Ltd. এর তৈরি IT VAX ইনজেকশন পাইকারীভাবে ক্রয় করে সুইজারল্যান্ডের তৈরি Rhophy fac 300 ইনজেকশনে রূপান্তরিত করে, Incepta Pharmaceuticals Ltd এর তৈরি Inj. K. MM ইনজেকশন পাইকারীভাবে ক্রয় করে Konakion MM ইনজেকশনে রূপান্তরিত করে এবং ভারতের তৈরি Albumin ইনজেকশন পাইকারীভাবে ক্রয় করে ইউ.এস.এ এর তৈরি GRIFOLS Albumin (Human) USP Albutan 25% ইনজেকশন রূপান্তরিত করে মিডফোর্ড এলাকার জসিমের নিকট বিক্রি করতো।
আশফাকের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ঢাকার কেরাণীগঞ্জ মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে জসিমকে গ্রেফতার করা হয়। জসিমের দেওয়া তথ্য মতে ঢাকার কেরাণীগঞ্জ দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে নকল ইনজেকশন তৈরির স্টিকার ও প্যাকেট সরবাহকারী শুভ বর্মনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে মর্মে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।