ইসলামপুর মলমগঞ্জে মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করলেন ধর্মপ্রতিমন্ত্রী
০৫ আগস্ট ২০২৩, ০৪:২৯ পিএম

ইসলামপুরে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রনালয়ে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি বলেন, স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার সারা বাংলাদশ প্রত্যেক ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক চালু করেছেন।
যেন গ্রামের মানুষ বিনামূল্যে চিকিৎসা নিতে পারে। খালেদা সরকারের সময়কালে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখহাসিনা ক্ষমতায় এসে পূনরায় কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন।মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনকে স্বাগত জানিয়ে স্বাস্থ্যসেবা সুন্দর ভাবে পরিচালনা করার জন্য আহবান জানান। যেন সাধারণ মানুষ ভুল ফলাফল না পায় সে দিকে খেয়াল রাখতে হবে কর্মকর্তা কর্মচারীদের।গতকাল শুক্রবার ৪ আগষ্ট দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলা মলমগঞ্জ কলেজ মাঠে মডার্ন ডায়াগনস্টিক সেন্টার শুভ উদ্বোধন কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
পাথর্শী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইফতেখার আলম বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জামান আব্দুন নাসের বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ছালাম,সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল নাছের চার্লেস চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,জেলা পরিষদের সদস্য মুজিবুর রহমান শাজাহান,ইসলামপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মাজেদুর রহমান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের পরিচালক বলেন,মডার্ন ডায়াগনস্টিক সেন্টার রোগীর সেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক চিকিৎসা থাকা সত্ত্বেও ইসিজি,এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি, অর্থোপেডিক,গাইনি,নবজাতক ও শিশু রোগ সহ অন্যান্য চিকিৎসা উন্নত মানের মেশিন দ্বারা পরিক্ষা নিরীক্ষা করা হবে।